ঈদের দিন যৌনকর্মীদের খাওয়ালেন সংস্কৃতিকর্মীরা
ময়মনসিংহে যৌনপল্লীতে ঈদের দিন রান্না করা খাবার বিতরণ করেছেন সংস্কৃতিকর্মীরা। শুক্রবার (১৪ মে) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় যৌনপল্লীতে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন নিমুদিমুর এই উদ্যোগে খাবার রান্না করে দেন কবি সালমা বেগ।
ঈদের দিনে তারা ১০০ যৌনকর্মীর জন্য পোলাও, রোস্ট, কাবাব, দই, কোমল পানীয়ের ব্যবস্থা করেন। এসময় জেলার অনেক কবি, শিল্পী, স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উদ্যোগ্যক্তা শামীম আশরাফ বলেন, করোনার এই মহামারিতে দেশের সবখানেই আকাল চলছে। তবে, এখানকার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি নেয়ার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশাবাদী সমাজের সব মানুষ তাদের পাশে দাঁড়াবে।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এমকেএইচ