বাউফলে ডায়রিয়ায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৫ মে ২০২১

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়মান নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে ওই শিশুটি মারা যায়।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশাস্ত কুমার সাহা জানান, কনকদিয়া এলাকা থেকে নিয়ে আশা ওই শিশুটি চিকিৎসা শুরু করার আগেই মারা যায়। তবে বর্তমানে এই উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কমে আসতে শুরু করেছে।

এ নিয়ে ডায়রিয়ায় পটুয়াখালী জেলায় মোট ৯ জনের মৃত্যু হলো।

জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।