বাউফলে ডায়রিয়ায় শিশুর মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়মান নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে ওই শিশুটি মারা যায়।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশাস্ত কুমার সাহা জানান, কনকদিয়া এলাকা থেকে নিয়ে আশা ওই শিশুটি চিকিৎসা শুরু করার আগেই মারা যায়। তবে বর্তমানে এই উপজেলায় ডায়রিয়ার প্রকোপ কমে আসতে শুরু করেছে।
এ নিয়ে ডায়রিয়ায় পটুয়াখালী জেলায় মোট ৯ জনের মৃত্যু হলো।
জেএইচ/এমকেএইচ