পটুয়াখালীতে মাছ ধরা উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৫ মে ২০২১

পটুয়াখালীর দশমিনায় ঈদের দ্বিতীয় দিন পলো দিয়ে মাছ ধরা উৎসব পালিতে হয়েছে।

শনিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরহোসনাবাদ এলাকার খালে এ উৎসব পালিত হয়। উৎসবে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়। এসময় এলাাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এলাকার বাসিন্দা কামরুল জানান, শোল, শিং ও কৈ মাছ পেয়েছি। এলাকার মানুষ মাছ ধরতে নেমেছে। অনেক মজা হয়েছে। এছাড়া খালের পাড়ে বসে এ দৃশ্য অনেকে উপভোগ করছেন।

মো. হুমায়ন জানান, ঢাকা থেকে ঈদ উপলক্ষে গ্রামে এসেছি। মাছ ধরার উৎসব শুনে পলো হাতে নেমে পড়লাম। মাছ পাই আর না পাই, মজা পাচ্ছি এটাই বড় কথা।

উল্লেখ্য, প্রতি বছর বৈশাখ মাসে এলাকাবাসীর আয়োজনে এ উৎসব পালিত হয়। ২০ বছর ধরে উৎসবটি পালিত হয়ে আসছে। তবে এ বছর উৎসবটি ঈদের দ্বিতীয় দিনে পালিত হয়েছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।