মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ মে ২০২১

মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১৫ মে) আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবদুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন, যশোরে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোর ও খুলনাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। দেশের দু’এক জায়গা ছাড়া কোথাও বৃষ্টি হয়নি।

এদিকে সর্বোচ্চ তাপমাত্রায় মোংলার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি কেউ। দিনমজুর ও শ্রমজীবী মানুষ গরমে অতিষ্ঠ হয়ে উঠছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, প্রচণ্ড দাবদাহে মানুষের শরীরে পানি শূন্যতাসহ হৃদরোগের ঝুঁকি থাকে।

মো. এরশাদ হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।