স্বাস্থ্যবিধি না মেনে আড্ডা, ১২ জনের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ১৫ মে ২০২১

 

গাজীপুরে সামাজিক দূরত্ব না মেনে আড্ডা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর অভিযোগে ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মে) বিকেলে কাপাসিয়ার তরগাও ব্রিজে অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা বলেন, ঈদকে কেন্দ্র করে উঠতি বয়সী ছেলেরা মাস্ক পরিধান না করে আড্ডা দিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ কয়েকজন কিশোরকে আটক জরিমানা করা হয়। এসময় ব্রিজের উপর দিয়ে হেলমেট ও মাস্ক বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো আরও বেশ কয়েকজন কিশোরকে আটক করে জরিমানা করা হয়েছে।

gazi1

এদিন ব্রিজের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১২ যুবক-কিশোরকে পাঁচ হাজার ৫৫০ টাকা জরিমানা করেন।

ইউএনও আরও জানান, ঈদকে কেন্দ্র করে এ ধরনের গণজমায়েত, করোনা ঝুঁকি বাড়ানো ইত্যাদি ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।