শ্রীপুরে ঈদের দ্বিতীয় দিন সেতুগুলোতে ভিড় দর্শনার্থীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৫ মে ২০২১

গাজীপুরের শ্রীপুরে ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন সেতুকেন্দ্রিক দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যে বিভিন্ন পার্ক-পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে নদীর ওপর নির্মিত বিভিন্ন সেতুতে ভিড় জমাচ্ছেন তারা।

সরেজমিনে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরামা সেতুতে গিয়ে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। এদের মধ্যে বেশিরভাগ তরুণ, শিশু ও নারী। তবে ঘুরতে এলেও তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি। উপস্থিত বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না। নান্দিয়া সাঙ্গুন এলাকার ত্রিমোহনী ব্রিজে এসেও উপচেপড়া ভিড় লক্ষ যায় ।

মাওনা থেকে ঘুরতে আসা মামুন বলেন, লকডাউনের (বিধিনিষেধ) পরে কোথাও যাওয়া যায় না। তাই সুযোগ পেয়ে পরিবার-পরিজন নিয়ে নদীর ওপর ব্রিজে বেড়াতে এসেছি।

Sripur-2.jpg

শিশু তাহিয়া জায়ান সারা জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে ঘরবন্দি হয়ে থাকতে আর ভালো লাগে না। তাই বাবার সঙ্গে ঘুরতে এসেছি।

বরমীর গোলাঘাট এলাকার আশিক বিন ইদ্রিস বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় সেতুতে এসে মুক্ত বাতাস উপভোগ করছি। শেষ বিকেলে হালকা বৃষ্টি হলেও তা দর্শনার্থীদের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। বৈরী আবহাওয়ার মাঝেও ঘুরতে আসা দর্শনার্থীরা সেতুর ওপর বিভিন্ন পসরা সাজিয়ে রাখা দোকান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করছেন, ফুচকা খাচ্ছেন এবং নদীর মধ্যে নৌকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

ঢাকা থেকে গ্রামে আসা ফারজানা ইয়াসমিন জানান, লকডাউন উপেক্ষা করে নাড়ির টানে গ্রামে এসেছি। ঈদের আনন্দের ভাগ করতে বাচ্চাদেরকে নিয়ে নদীতে বেড়াতে এসেছি।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।