ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী খাজা দুই সহযোগীসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৫ মে ২০২১

ফরিদপুরে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী খায়রুজ্জামান ওরফে খাজা মাতব্বরকে (২৬) দুইজন সহযোগীসহ গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১৫ মে) বিকেল ৪টায় পুলিশ লাইন মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

তিনি জানান, চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতাসহ ১৮টি মামলার আসামি খায়রুজ্জামান ওরফে খাজা মাতব্বর। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল শুক্রবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের কৃষ্ণনগর ইউনিয়নের কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি কানাইপুর এলাকার হানিফ মাতব্বরের ছেলে।

Faridpur1

তিনি আরও জানান, এ সময় তার দুই সহযোগী- কোতোয়ালি থানা এলাকার জামান মাতব্বরের ছেলে সোহেল মাতব্বর (২৫), মধুখালী উপজেলার গোপালদি গ্রামের রুহুল আমীন পাটুয়ারীর ছেলে রাজু পাটুয়ারীকে (২৪) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কানাইপুর ইউপিসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, ভূমি দখলসহ নানা বিষয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা আরও জানান, শীর্ষ সন্ত্রাসী খায়রুল ওরফে খাজার বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে কয়েক মাস আগে তিনি কারাগার থেকে ছাড়া পান। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার অপর দুই সহযোগী সোহেলের বিরুদ্ধে ৮টি মামলা বিচারাধীন এবং রাজুর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।