চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৬ মে ২০২১

পিরোজপুরে স্থগিত হওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) রাতে সদর উপজেলার কদমতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত সদর থানার পুলিশ পরিদর্শক আব্দুস সোবাহান, কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী হানিফ খানসহ সাতজন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আহত মুনান খান ও মিজানকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান দাবি করেন, রাত সাড়ে ৮টায় কদমতলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শিহাব শেখের নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে তিনিসহ ছয়জন আহত হন।

jagonews24

এদিকে শিহাব শেখ দাবি করেন, মসজিদ থেকে বের হওয়ার পর হানিফ খান লোকজন নিয়ে অতর্কিতভাবে তার লোকজনের ওপর হামলা করেন। এতে তাদের চার-পাঁচজন আহত হয়েছেন।

আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ সুপার।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।