দূতাবাসের ছাড়পত্র না পাওয়ায় ফিরছেন না আটকেপড়া বাংলাদেশিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৬ মে ২০২১

দূতাবাসের ছাড়পত্র না পাওয়ায় ভারতে আটকেপড়া বাংলাদেশিরা দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারছেন না।

রোববার (১৬ মে) বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কথা ছিল। তাদের আসার জন্য দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়।

করোনা ভাইরাস সংক্রান্ত উপ-কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, চিকিৎসাসহ বিভিন্ন কাজে বাংলাদেশিরা ভারতে আটকা পড়েছিলেন। এ চেকপোস্ট দিয়ে প্রায় তিন শতাধিক যাত্রীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার।

এরই ধারাবাহিকতায় তাদের রোববার থেকে দেশে ফিরিয়ে আনার কথা ছিল। তবে ভারতে বাংলাদেশ দূতাবাস থেকে সময়মত ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় তারা আসতে পারছে না।

সোমবার (১৭ মে) তাদের আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম জানান, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দর্শনা চেকপোস্টে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দেশে প্রবেশের পর চেকপোস্টে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে। এদের মধ্যে করোনা শনাক্তদের রাখা হবে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।