পটুয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. রুবিনা বেগম (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মে) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবিনা বেগম উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের রফিক হাওলাদারের মেয়ে। রাতুল নামে তার তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শিমুল ফকিরকে (২৪) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে টিয়াখালী গ্রামের সত্তার ফকিরের বাড়ি থেকে মোসা. রুবিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরএইচ/জেআইএম