খাল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
পটুয়াখালীর দশমিনায় ইসলাম স্বাধীন (৬) নামের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ মে) সন্ধ্যা ৬টায় ঢনঢনিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয়রা জানায়, রোববার সকালে দশমিনার বাশবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের জুয়েক হক সিপাইয়ের ছেলে সাইমুন ইসলাম স্বাধীন বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হন। পরে তার স্বজনরা সকাল থেকে খোঁজাখুঁজি করে না পেয়ে দশমিনা থানা পুলিশকে জানান।
এরপর দশমিনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে ঢনঢনিয়া খাল থেকে মরদেহ উদ্ধার করে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, শিশুটি খালে পড়ে যেতে পারে এ ধারণা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এসএমএম/জিকেএস