লকডাউনেও কুয়াকাটার হোটেল খোলা, ৩৯৫০০ টাকা জরিমানা
সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও পটুয়াখালীর কুয়াকাটায় চারটি আবাসিক হোটেল মোটেল খোলা রাখার অপরাধে ৩৯ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ মে) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হোটেল সি-কুইনের মালিককে ৫ হাজার টাকা, হোটেল রিসমন লিমিটেডের মালিককে ২৫ হাজার ও রুম ব্যবহারকারী উজিরপুরের বাসিন্দা মো. শহিদুল ইসলামকে ৪০০ টাকা, হোটেল নিউ প্যালেসের মালিককে ৬ হাজার টাকা, হোটেল নিউ সিলভার ক্রাউনের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, লকডাউনে হোটেল খোলা রাখার দায়ে ৩৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসজে