দর্শনায় দ্বিতীয় দিনে ফিরলেন ৭২ জন, এক নারী করোনা পজেটিভ
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দ্বিতীয় দিনে আরও ৭২ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ নারী রয়েছেন। এর আগে সোমবার প্রথমদিন ফিরেন মাত্র ১১ জন।
মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন। এসময় এক নারী করোনা পজেটিভ শনাক্ত হয়।
ইমিগ্রেশন শেষে ৭১ জনকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য মাইক্রোবাসে বিশেষ নিরাপত্তায় চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়েছে। আর করোনা পজেটিভ নারীকে অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম জানান, সোমবার প্রথমদিন সন্ধ্যায় মাত্র ১১ জন ফিরলেও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফিরেছেন ৭২ জন। এরমধ্যে ৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও ব্রাহ্মণবাড়িয়ার এক নারীর পজেটিভ আসে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান দর্শনা চেকপোস্টে এসে ওই নারীকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে পাঠান। বাকীদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিশেষ নিরাপত্তায় চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়।
সালাউদ্দীন কাজল/এএইচ/এমকেএইচ