দর্শনায় দ্বিতীয় দিনে ফিরলেন ৭২ জন, এক নারী করোনা পজেটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৮ মে ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দ্বিতীয় দিনে আরও ৭২ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ নারী রয়েছেন। এর আগে সোমবার প্রথমদিন ফিরেন মাত্র ১১ জন।

jagonews24

মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন। এসময় এক নারী করোনা পজেটিভ শনাক্ত হয়।

jagonews24

ইমিগ্রেশন শেষে ৭১ জনকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য মাইক্রোবাসে বিশেষ নিরাপত্তায় চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়েছে। আর করোনা পজেটিভ নারীকে অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।

jagonews24

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম জানান, সোমবার প্রথমদিন সন্ধ্যায় মাত্র ১১ জন ফিরলেও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফিরেছেন ৭২ জন। এরমধ্যে ৭২ জনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও ব্রাহ্মণবাড়িয়ার এক নারীর পজেটিভ আসে।

jagonews24

খবর পেয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান দর্শনা চেকপোস্টে এসে ওই নারীকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে পাঠান। বাকীদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিশেষ নিরাপত্তায় চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়।

সালাউদ্দীন কাজল/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।