অটোচালককে হাত-পা বেঁধে মুক্তিপণ আদায় : তিন যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০০ পিএম, ১৯ মে ২০২১
ফাইল ছবি

বগুড়ায় অটোরিকশাচালককে অপহরণ করে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) রাতে মুক্তিপণের ১০ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি মোড় থেকে তিন যুবক সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন গেটে যাওয়ার কথা বলে শাহিনের অটোরিকশা ভাড়া করে। এরপর কলেজ গেট থেকে তারা জামিল নগরের ভেতরে যায়।

জামিলনগর তালতলা এলাকায় ফাকা স্থানে গিয়ে রিকশাচালকের হাত-পা বেঁধে তার মোবাইল ফোন দিয়ে পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর রাত সাড়ে ১১টায় শাহীনের স্ত্রী স্বামীর মোবাইল নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করে পাঠান।

অপহরণকারীরা জামিলনগর এলাকার একটি দোকান থেকে ১০ হাজার টাকা ক্যাশ আউট করে। এরমধ্যে শাহীনের স্ত্রী জরুরি সেবা ৯৯৯ ফোনে অভিযোগ করে বিষয়টি জানান।

বগুড়া সদর থানার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনায়েতুর রহমান বলেন, ‘চালক এবং তার রিকশাটি সোমবার রাতেই উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মঙ্গলবার ১০ হাজার টাকা উদ্ধারসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।’

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।