দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৯ মে ২০২১
প্রতীকী ছবি

দ্বিতীয় বিয়ে করায় কবির তালুকদারের পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী হাসি বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) মধ্যরাতে পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের লেবার সর্দার ইব্রাহীমের মেয়ে হাসির সঙ্গে প্রায় ১৫ বছর আগে কবিরের বিয়ে হয়। তাদের (১৩) এবং (১) বছরের দুটি সন্তান রয়েছে।

কবিরের ভাই মাসুদ জানান, রাত ২টা ২৮ মিনিটে কবিরকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়। তবে রোগীর অবস্থা ভালো না হওয়ায় প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকায় নেয়া হচ্ছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোরশেদ বলেন, কবির তালুকদার কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী হাসি বেগম ক্ষিপ্ত হয়ে গভীর রাতে কবিরের গোপনাঙ্গ কেটে দেয়। পরে কবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। রাতেই স্ত্রী হাসি বেগমকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আব্দুস সালাম আরিফ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।