৯৯৯-এর মাধ্যমে শিশুকে খুঁজে পেল পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৯ মে ২০২১

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নিখোঁজ শিশু সিরাজুল ইসলামকে (১২) খুঁজে পেয়েছে তার পরিবার।

মঙ্গলবার (১৮ মে) রাত ১০টায় কালাপাড়া থানা পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। সিরাজুল ঝিনাইদহ পৌর এলাকার কলেজ পাড়ার চাঁদ আলীর ছেলে ও ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত শনিবার এক ট্রাকচালক ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে সিরাজুলকে ঝিনাইদহ সদর উপজেলা থেকে পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারায় নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় সিরাজুলক পাখিমারা বাজারে ফেলে রেখে ট্রাক চালক পালিয় যায়। বাজারে তাকে কান্না করতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন।

jagonews24

বিষয়টি কলাপাড়া থানা পুলিশকে অবহিত করলে সিরাজুলক উদ্ধার করা হয়। ঝিনাইদহ থানায় ফোন দিয়ে তার পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেয়া হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে শিশু সিরাজুলক উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।