মেহেরপুরে পাঁচ জুয়াড়ি গ্রেফতার
মেহেরপুরের গাংনীতে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) সকালে উপজেলার সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাহারবাটি গ্রামের আব্দুল মাবুদ (৩০), মিন্টু মিয়া (৩০), মোহন আলী (৩২), বাদশা (৩৫) ও স্বপন আলী (৩১)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, বেশ কিছুদিন ধরে সাহারবাটি গ্রামের একটি বাড়িতে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে গাংনী থানায় সোপর্দ করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আসিফ ইকবাল/এএএইচ/জিকেএস