ছিনতাই হওয়া ভুসিভর্তি ট্রাকসহ ৭ ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২১ মে ২০২১

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে ভুসি (গো-খাদ্য) বোঝাই ট্রাকসহ আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩৪২ বস্তা ভুসি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের খেরুমালের ছেলে মো. নাছিম আল মাল ওরফে রাজু (২১), পাবনা জেলা সদরের তিনগাছা রাজাপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে রফিক মোল্লা ওরফে রকিব (১৯), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারা সোনিয়া গ্রামের মৃত রহমত মোল্লার ছেলে ইমরান আলী (৫০), একই উপজেলার জয়রামপুর গ্রামের মো. রাব্বানের ছেলে রাজু আহম্মেদ (২৮), একই গ্রামের মৃত সেকেন প্রামানিকের ছেলে শাহাবুল ইসলাম (৩০), গাছের দিয়ার (টলটলিপাড়া) নাসির উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (২৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ধানগড়া জগাইর মোড় গ্রামের নূর ইসলামের ছেলে নয়ন শেখ (২৮)।

si-(2).jpg

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, ‘১৯ মে ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার কাজিপুর মোড় এলাকা থেকে চালক-হেলপারকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ভুসিবোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায় সাত ডাকাত। ওইদিন ভোরে চালক ও হেলপার বিষয়টি থানায় এসে জানায় এবং এ বিষয়ে ট্রাকের মালিক আব্দুল মালেক খন্দকারের সঙ্গে যোগাযোগ করলে ওইদিনই থানায় এসে মামলা করেন তিনি।’

তিনি আরও বলেন, ‘মামলার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়। বৃহস্পতিবার (২০ মে) কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই সাত জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে শাহাবুল ইসলামের বাড়ি থেকে ৮৭ ও রোকনুজ্জামানের বাড়ি থেকে ২৩৫সহ মোট ৩৪২ বস্তা গো-খাদ্য উদ্ধার করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আমরা দুর্ধর্ষ ডাকাতদলকে গ্রেফতার করতে পেরেছি। গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা মহাসড়কের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আগে কতগুলো মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।