একাধিক ছাত্রকে বলাৎকার, মাদরাসাশিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২১ মে ২০২১

বগুড়ায় বেশ কয়েকজন ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওমর ফারুক (৩৫) নামের কওমি মাদরাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) দুপুরে মাদরাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

আটক ওমর ফারুক শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমি মাদরাসার শিক্ষক।

পুলিশ সূত্র জানায়, শিক্ষক ওমর ফারুক মাদরাসাতেই অবস্থান করতেন। গত রমজান মাসে মাদরাসায় অবস্থানরত কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ঈদের ছুটি শেষে মাদরাসা খুললে ছাত্ররা সেখানে যেতে আপত্তি করে। এতে ছাত্রদের অভিভাবকরা মাদরাসায় যেতে না চাওয়ার কারণ জানতে চাইলে শুক্রবার ছাত্ররা বলাৎকারের বিষয়টি অভিভাবকদের জানায়।

এ খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদরাসা শিক্ষক ওমর ফারুককে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, বেশ কয়েকজনকে ছাত্রকে বলাৎকার করেছেন ওই শিক্ষক। এদের মধ্যে দুইজন ছাত্র ও তাদের অভিভাবক থানায় রয়েছেন। অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।