গোপনে প্রতিবেশীর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:০৬ এএম, ২২ মে ২০২১

চুয়াডাঙ্গায় প্রতিবেশীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে জুয়েল রানা (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) রাতে সদর উপজেলার আলুকদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল রানা একই গ্রামের চকপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ মে) প্রতিবেশী মা-মেয়ের গোসলের দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করছিলেন জুয়েল রানা। বিষয়টি তারা টের পেলে সেখান থেকে পালিয়ে যান জুয়েল। পরে এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে উল্টো হুমকি দেন তিনি।এ নিয়ে বাড়াবাড়ি করলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন জুয়েল।

এ ঘটনায় শুক্রবার পর্নোগ্রাফি আইনে তার বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

মামলার পর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামি জুয়েল রানাকে গ্রেফতার করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিতীশ কুমার।

তিনি বলেন, গোপনে প্রতিবেশী দুই নারীর গোসলের ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত জুয়েল রানার বিরুদ্ধে মামলা হয়েছে। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার (২২ মে) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।