চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ পণ্ড, বর-কাজির কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৩৯ এএম, ২২ মে ২০২১

চুয়াডাঙ্গার সদরের পিরোজখালী গ্রামে বাল্যবিবাহ থামিয়ে বর ও কাজিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২১ মে) দিবাগত রাত ১২টায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।

কারাদণ্ড প্রাপ্ত বর রকি আলী (২৩) চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের আইনাল হকের ছেলে ও কাজী জাহিদুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের পিরোজখালী গ্রামে গভীর রাতে বাল্যবিবাহ চলছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রকি আলীকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারায় এক মাস ও কাজি জাহিদুল ইসলামকে ৯ ধারায় তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। তাদের রাতেই কারাগারে পাঠানো হয়।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।