গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২২ মে ২০২১

মেহেরপুরের গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক আল আমিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মে) ভোরে গাংনী পৌরসভার বাঁশবাড়ীয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। আল আমিন হোসেন বাঁশবাড়ীয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন দীর্ঘদিন ধরে একটি ভাড়াবাড়ি দখল করে রেখেছেন- এমন অভিযোগে গত বছরের ১১ মে স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সাবেক এমপির পরিবারের পক্ষ থেকে ওই সংবাদের প্রতিবেদক আল আমিন, ওই পত্রিকার প্রকাশক এমএএস ইমন এবং সম্পাদক ইয়াদুল মোমিনের নামে ওই বছরের ১২ মে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় আল আমিন নিম্ন আদালত থেকে জামিনে ছিলেন।

সাম্প্রতিক সময়ে আদালতে পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করলে মামলাটির আদালত পরিবর্তন হয়। ওই আদালতে জামিন না নেয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আসিফ ইকবাল/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।