ঢাকাগামী চার গাড়ির ২০০ যাত্রী ফেরত পাঠাল প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২২ মে ২০২১

বরগুনার পাথরঘাটা ও আমুয়া এলাকা থেকে ২০০ যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী চারটি বাস পিরোজপুরে আটক করেছে প্রশাসন।

শনিবার (২২ মে) দুপুরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পূর্ব শিকারপুর এলাকায় বাসগুলো আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চার বাস থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে আবার বরগুনার দিকে ফিরিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম জানান, সরকারি ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে চারটি বাসা পিরোজপুরের ওপর দিয়ে ঢাকা যাচ্ছিল। বাস চারটি আটক করে প্রতিটি বাসের মালিককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বাসের যাত্রীদের সতর্ক করে বাসগুলো যে স্থান থেকে ছেড়ে আসে সেখানেই ফেরত পাঠানো হয়।

পিরোজপুরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট শরীফ রেজাউল করিম এর সত্যতা নিশ্চিত করেন।

এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।