ফিরলেন ভারতে আটকে পড়া আরও ৪৪ জন, একজনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২২ মে ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৪৪ জন বাংলাদেশি।

শনিবার (২২ মে) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্টে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এছাড়া সব প্রক্রিয়া শেষে বাকি ৪৩ জনকে নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতর, সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত ছয়দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৪৫৯ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এদের মধ্যে মোট করোনা শনাক্ত হয়েছে আটজনের।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন বলেন, ‘আজ ৪৪ জন দেশে ফিরেছেন। তবে এদের মধ্যে একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।’

সালাউদ্দীন কাজল/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।