নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পটুয়াখালীর দশমিনায় নানার বাড়ির পুকুরে ডুবে ছাদিয়া ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মরদনা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ছাদিয়া ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মরদনা গ্রামের মুছা হাওলাদারের বাড়িতে বেড়াতে যায়। শনিবার সকালে হাত-মুখ ধুতে নানা বাড়ির পুকুর ঘাটে যায়। স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাকিব মিয়া পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএইচ/জিকেএস