এবারো পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৩ মে ২০২১

নাটোরের লালপুরে ইসমাইল হোসেন রাজুর নামের এক ব্যক্তির পুকুরে দফায় দফায় বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ মে) উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন রাজু একই গ্রামে মৃত আকবর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ইসমাইল হোসেন রাজু পৃথক স্থানের অবস্থিত তিনটি পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ, মৃগেল, গুলশা টেংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। রোববার সকালে তার বাড়ির সামনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস থেকে অবসর গ্রহণের পর থেকে মাছ চাষ শুরু করি। ধারণা করছি, রাতের আধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

গত বছরেও দুই বার তার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছিল। এ বিষয়ে থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানান তিনি।

রেজাউল করিম রেজা/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।