ঘূর্ণিঝড় ইয়াস : পটুয়াখালীতে ৭০২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় পটুয়াখালীতে ৭০২টি সাইক্লোন সেল্টার (আশ্রয়কেন্দ্র) প্রস্তুত করা হয়েছে। দুর্যোগকালীন এবং পরবর্তী সময় চিকিৎসা সেবায় ৮৬টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।
এছাড়া জেলার কলাপাড়া উপজেলায় নবনির্মিত মুজিব কিল্লায় গবাদি পশুসহ দুর্গত মানুষরা আশ্রয় নিতে পারবেন।
সোমবার (২৪ মে) দুপুরে পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে পটুয়াখালীতে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াসের কোনো প্রভাব দেখা যায়নি। বর্তমানে পটুয়াখালীতে প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে। সোমবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী শহরে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মাসুদ রানা বলেন, ‘বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। পায়রা সমুদ্র বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ফলে পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর সর্তকতা সংকেত নামিয়ে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এসজে