সীমান্ত দিয়ে পালাতে গিয়ে ধরা হত্যা মামলার ৩ আসামি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৪ মে ২০২১

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাইদের ছুরিকাঘাতে আরিফ শেখ (২৪) নামের এক যুবকের হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার (২৩ মে) দিবাগত রাতে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদিকুর রহমান তাদের সিলেট জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন, উপজেলার জাঙ্গালীয়া ইউয়নের সালদিয়া গ্রামের ইব্রাহীম শেখের ছেলে সজিব শেখ (২৫), একই এলাকার মৃত শহীদ শেখের ছেলে ইব্রাহীম শেখ (৫০) ও শরাফউদ্দিনের স্ত্রী দুধ মেহের (৫২)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, আরিফ হত্যা মামলার আসামি সজিব, ইব্রাহীম ও দুধ মেহের সিলেট জৈন্তাপুর এলাকায় হয়ে দেশের সীমান্ত পারি দিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাদিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ৮ মে সকালে কালীগঞ্জের জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর এলাকার সালদিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হন আরিফ শেখ (২৪)। একই ঘটনায় বুলবুল শেখ (৩০) ও বাবুল শেখ (৩৫) নামের আরো দুই ভাই আহত হন।

এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

আব্দুর রহমান আরমান/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।