ভুট্টাক্ষেতে পাওয়া সেই নবজাতকের ঠাঁই হলো শিশুসদনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২৫ মে ২০২১

লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক নিতে চাওয়া সাত দম্পতির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে ওই নবজাতকের শিশু সদনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (২৪ মে) বিকেলে লালমনিরহাট সমাজসেবার উপ-পরিচালক আব্দুল মতিন জানান, দত্তক নিতে চাওয়া সাত দম্পতির আবেদন খারিজ করে আদালত নবজাতককে শিশু সদনে রাখার নির্দেশ দেন। বর্তমানে ওই নবজাতককে লালমনিরহাট আল নাহিয়ান শিশু সদনে রাখা হয়েছে।

এর আগে রোববার (২৩ মে) দুপুরে নবজাতককে পেতে বিভিন্ন জায়গা থেকে আসা দম্পতিরা আদালত প্রাঙ্গণে ভিড় করেন। তারা শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহের কথা জানান। তাদের মধ্যে সাত দম্পতি আইনগতভাবেই শিশুটির দায়িত্ব নিতে আবেদন করেন। তাদের মধ্যে একজন নিজের সব জমির দলিলপত্র নিয়েও আসেন। নিজের সম্পত্তি শিশুটির নামে লিখে দিতে চান।

ওই নবজাতককে নিয়ে ‘লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে নবজাতক উদ্ধার’ ও ‘ভুট্টাক্ষেতে উদ্ধার নবজাতককে পেতে সব জমি লিখে দিতে চায় দম্পতি’ নামে দুইটি প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।

শুক্রবার (২১) ভোরে ভুট্টাক্ষেতে স্থানীয়রা ওই নবজাতককে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

মো. রবিউল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।