১৭ হাজার ইয়াবা রেখে চলন্ত গাড়ি ফেলে পালাল চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ মে ২০২১

কক্সবাজার শহরের কলাতলীতে কাভার্ডভ্যানে তল্লাশি করে ১৭ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা পুলিশ। পুলিশ দেখেই গাড়ি ফেলে পালিয়ে যান চালক।

সোমবার (২৪ মে) রাত ৯টার দিকে শহরের কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-৫৪-০২৮০) তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীদের কেউ আটক হননি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো কক্সবাজার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এটিএসআই গোলাম রাব্বানী কলাতলী ডলফিন মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ডিউটি শেষ করে কক্সবাজার পুলিশ লাইনে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় ঢাকা মেট্রো-ম-৫৪-০২৮০ নম্বরযুক্ত কাভার্ডভ্যান কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে রোড দিয়ে পুলিশ লাইন কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটিএসআই গোলাম রাব্বানী কাভার্ডভ্যানটিকে দাঁড়ানোর জন্য সংকেত দেন। চালক কাভার্ডভ্যানটি দাঁড় করালে গোলাম রাব্বানী তাকে পুলিশ লাইন পর্যন্ত একটু পৌঁছে দিতে অনুরোধ করেন।

অনেকটা অনিচ্ছা সত্ত্বেও কাভার্ডভ্যানের চালক তাকে গাড়িতে নেন। কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকা অতিক্রম করার সময় কথা প্রসঙ্গে এটিএসআই গোলাম রাব্বানী চালকের কাছে জানতে চান তিনি কোথায় যাচ্ছেন এবং একা কেন। হেলপার কোথায়?

প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চালক চলন্ত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। এটিএসআই গোলাম রাব্বানী দ্রুত চালকের আসনে বসে গাড়িটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন।

খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা টিম নিয়ে সেখানে উপস্থিত হন। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে চালকের আসনের পেছনের আসনে বিশেষ কায়দায় রাখা ১৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০০ টাকার দুটি নোট উদ্ধার করে তা জব্দ করা হয়।

এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।