গোসল শেষে ফেরার পথে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৬ মে ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় বিষাক্ত সাপের কামড়ে তামিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় গোসল শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

শিশু তামিম সলঙ্গা ইউনিয়নের দক্ষিণপাড়া ভরমোহনী গ্রামের আ. মোমিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দীন জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সময় গোসল শেষে গলির মধ্যে দিয়ে বাড়িতে ঢোকার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এসময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাৎক্ষণিকভাবে পাশ্ববর্তী চরগোজা গ্রামের আজাহার ওঝাকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা দেন। ওঝা আজাহার ঝাড়ফুকসহ ওষুধপত্র দিয়ে শিশুটি সুস্থ হয়ে গেছেন বলে দাবি করেন।

এরপর একইদিন রাত ১০টায় গুরুতর অবস্থায় তামিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

বুধবার (২৬ মে) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।