অনিয়মের কারণে হাসপাতালের সংস্কার কাজ বন্ধ করলেন এমপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৬ মে ২০২১

অনিয়মের কারণে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সংস্কারকাজ বন্ধ করে দিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বুধবার (২৬ মে) বিকেলে সরেজমিনে সংস্কারকাজ পরিদর্শনের পর তা বন্ধ করেন তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। স্বাস্থ্য প্রকৌশলী অধিদফতর পুরাতন ভবনটি সংস্কারের উদ্যোগ নেয়। ভবন সংস্কার বাবদ বরাদ্দ দেয় ৩৫ লাখ ৭২ হাজার ৩১১ টাকা। নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার দৌলতপুরের রাজীব মোর্টস সংস্কারকাজ শুরু করে।

সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন জানান, এ গ্রেডের টাইলস, ফ্রেশ সিমেন্ট ও ১.৫ এফএম বালু ব্যবহারে কার্যাদেশ বলা হয়েছিল। কিন্তু কার্যাদেশ উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে অনিয়মের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দায়িত্বশীল দফতরে জানানো হয়েছে।

পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মেদ রায়হান শরীফ ও হাসপাতালের অন্যান্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।