কোয়ারেন্টাইনে নিম্নমানের খাবার সরবরাহ, সেই হোটেল সিলগালা
চুয়াডাঙ্গায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরতদের পচা খাবার সরবরাহের অভিযোগে একটি হোটেল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠ সংলগ্ন হোটেল মেহমান বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দর্শনা চেকপোস্ট দিয়ে গত ১১ দিন যাবত ভারতে আটকা পড়া পাসপোর্টধারী বাংলাদেশিদের ফেরত আনছে সরকার। ফেরত আসা লোকদের মধ্যে ১০৫ জনকে রাখা হয়েছে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। তাদের খাবার সরবরাহ করছিল হোটেল মেহমান।
১৪ দিনের তিন বেলা খাবারের জন্য কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে জেলা প্রশাসন। কিন্তু গত বুধবার রাতের খাবার পচা, দুর্গন্ধ ও নিম্নমানের হওয়ায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরতরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। রাতে বিক্ষোভ করেন তারা।
এ কারণে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ওই হোটেল সিলগালা করে দেন।
সালাউদ্দীন কাজল/এসজে/এএসএম