‘করোনা মোকাবিলায় আমেরিকার মতো দেশও পাগল হয়ে গেছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৭ মে ২০২১

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ‘করোনা মোকাবিলায় আমেরিকার মতো দেশও পাগল হয়ে গেছে। এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও দিনে ৩-৪ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন। পাশের বাড়িতে আগুন না নিভলে, আমার বাড়িতেও আগুন নিভবেনা’।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে পৌর শহরের নবীনগর এলাকায় খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

jagonews24

মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিনের জন্য ভারতের সঙ্গে আমাদের চুক্তি ছিল। কিন্তু বর্তমানে তারা ভ্যাকসিন দিতে পারছে না। এখন চীন, রাশিয়া থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌর মেয়র নাদের বখত, খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের মালিক খন্দকার আলখাছ প্রমুখ।

লিপসন আহমেদ/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।