দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ফিরলেন ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৭ মে ২০২১

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ভারতে আটকে পড়া আরও ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এসময় তাদের কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে গত ১১ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬৯৩ বাংলাদেশি দেশে ফিরলেন। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছেন ১১ জনের।

চেকপোস্টে আসার পর সকল প্রক্রিয়া শেষে সেখান থেকে ১২ জনকে নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) মেহেরপুর হোটেলে নেয়া হয়েছে। সেখানে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

jagonews24

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত ১১ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬৯৩ বাংলাদেশি দেশে ফিরলেন।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন বলেন, বৃহস্পতিবার ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

সালাউদ্দীন কাজল/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।