সিরাজগঞ্জে চিপস কারখানায় অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ১
সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি পরিত্যক্ত চিপস কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. আব্দুল হান্নান তালুকদার (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের উত্তর কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হান্নান তালুকদার এলাকার মৃত নিজাম উদ্দিন তালুকদারের ছেলে।
র্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে উত্তর কান্দাপাড়া এলাকার একটি পরিত্যক্ত চিপস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় হান্নানের কাছ থেকে একটি পাইপ গান, একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু, একটি মোবাইল ও ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে মামলা করতে উদ্ধার আলামতসহ তাকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রগুলো ব্যবহার করে বিভিন্ন সময় ছিনতাই এবং নিজেকে ‘এলাকার মাস্তান’ হিসেবে জাহির করতেন বলে স্বীকার করেছেন।
মশিউর রহমান জানান আরও জানান, আব্দুল হান্নানের বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এমএসএইচ