ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, শ্রীঘরে যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৮ মে ২০২১

বগুড়ার শিবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় শরিফুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার শরিফুল ইসলাম শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের চক ঝিনাহার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম নিজের নাম বাছেদ ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে কুড়াহার গ্রামের ব্যবসায়ী নুর ইসলামকে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় ১৮ হাজার টাকা টাকা নেন। এরপর তার কাছে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শরিফুল। বিষয়টি নুর ইসলাম শিবগঞ্জ থানায় জানালে পুলিশ তাকে ধরতে ফাঁদ পাতে। পরে তাকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও একটি মানবাধিকার সংগঠনের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রাতে ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।