চাঁদাবাজির চিঠি নিয়ে তোলপাড়, সাবেক এমপি বললেন উদ্দেশ্যপ্রণোদিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৯ মে ২০২১

গাজীপুরের কাপাসিয়ায় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে প্রায় আট কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজি সংক্রান্ত একটি চিঠি ভাইরাল হয়েছে। এ নিয়ে গাজীপুরজুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়।

এদিকে, চিঠি ভাইরালের বিষয়ে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে হেয় করতেই ভুয়া চিঠিটি ভাইরাল করা হয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, গত ১ মার্চ অফিশিয়াল প্যাডে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদ্য অবসরে যাওয়া সমিতির সিনিয়র জোনাল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. হাসান শাহ নাওয়াজ স্বাক্ষরিত একটি চিঠি গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমির কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, কাপাসিয়ায় আমি (জিএম) কর্মস্থলে আসার তিন বছরে কাপাসিয়ায় প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করি। তাতে বৈদ্যুতিক পোল (খুঁটি) স্থাপন করা হয়েছে প্রায় সাড়ে ১৯ হাজার। মো. শহীদুল্লাহ সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নাম ভাঙিয়ে পোল প্রতি চার হাজার টাকা করে টাকা উত্তোলন করেছেন।

jagonews24

সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, ভাইরাল হওয়া এ চিঠি আমি সরাসরি পাইনি। তবে অন্যদের ফেসবুকে পেয়ে ওই জিএমকে ফোন করা হয়। এসময় জিএম জানান, তাকে উদ্দেশ্য করে এরকম কোনো চিঠি তিনি লেখেননি। তার স্বাক্ষর জাল করে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে জিএমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে শনিবার সকালে অভিযোগের প্রতিবাদে গাজীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ওই জিএমের নয়। এ চিঠি ভাইরালের ঘটনায় শুক্রবার (২৮ মে) জিএম গাজীপুর সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। রাজনৈতিকভাবে হেয় করতেই ভুয়া চিঠিটি ভাইরাল করা হয়েছে।

আমিনুল ইসলাম/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।