প্রতারণার মামলায় আইনজীবী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩০ মে ২০২১

চেক জালিয়াতিসহ পাঁচটি মামলার এজহারভুক্ত আসামি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্নেলকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) কুষ্টিয়ার দৌলতপুরের বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৩০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হুমায়ুন চৌহালি উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, হুমায়ুনের বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছ থেকে চেক ও চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় চেক জালিয়াতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।