৩২ বছরের পুরোনো মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩১ মে ২০২১

কুড়িগ্রামে ৩২ বছরের পুরোনো একটি মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ মে) টাঙ্গাইল জেলার মধুপুর থেকে সাত কিলোমিটার দূরে অরনখোলা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম খোরশেদ আলী মণ্ডল (৬৫)। তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার পুটিমারী কাজল ডাঙ্গা (মন্ডলপাড়া) গ্রামের মৃত আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।

সোমবার (৩১ মে) দুপুরে এতথ্য নিশ্চিত করেন চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ১৯৮৯ সালের ২০ অক্টোবর একটি মামলায় আসামি খোরশেদ আলীকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। প্রথমে তিনি গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পরে গাজীপুর বাইমাইল এলাকায় একটা রিকশা গ্যারেজ দিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। এভাবে দীর্ঘদিন সেখানেই তিনি স্ত্রী-সন্তানসহ গা ঢাকা দিয়েছিলেন। এক পর্যায়ে তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার বেইড়বাধ ইউপি এলাকায় জলছত্র বাজারে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।

মাসুদ রানা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।