আদালতে নেয়ার পথে হাতকড়াসহ আসামির পলায়ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ৩১ মে ২০২১

আদালতে নেয়ার পথে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পলাশ (১৮) নামের এক আসামি পালিয়ে গেছেন।

সোমবার (৩১ মে) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার মদনবাজার নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা থেকে পালিয়ে যান তিনি।

পলাশ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া থেকে রোববার (৩০ মে) বিকেলে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সোমবার দুপুরে সিএনজিযোগে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ। তাদের গাড়িটি মদনবাজার নামক স্থানে পৌঁছারে বৃষ্টি শুরু হয়। এসময় হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি পলাশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।