ফেনীতে পদত্যাগপত্র জমা দেয়ার ৩ ঘণ্টা পর ফেরত নিলেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ৩১ মে ২০২১

ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল দলীয় পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে তিন ঘণ্টার পর আবার ফেরত নিয়েছেন।

সোমবার (৩১ মে) ভোর ৬টায় সশরীরে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকারের হাতে তিনি পদত্যাগপত্রটি জমা দেন।

দফতর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার জাগো নিউজকে বলেন, ‘ভোর ৬টার দিকে সাজেল চৌধুরী তার বাড়িতে এসে পদত্যাগপত্রটি জমা দিতে চান। দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে পদত্যাগপত্রটি জমা নিতে তিনি অপারগতা প্রকাশ করেন। তারপরও সাজেল তার হাতে পদত্যাগপত্রটি তুলে দেন। পরে সকাল ৯টার দিকে মোবাইলে দলীয় এক কর্মীর কাছে পদত্যাগপত্রটি দিয়ে দিতে বললে আমি দিয়ে দিই।’

পদত্যাগের বিষয়টি জানাজানি হলে গুঞ্জন শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।

এ বিষয়ে ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।