দায়িত্ব গ্রহণ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ৩১ মে ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সোমবার (৩১ মে) গাজীপুর মূল ক্যাম্পাসে যোগদানের মধ্যদিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় প্রফেসর ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন সামনে রেখে আমাদের পথ চলতে হবে। বর্তমান সময়ে আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্যদিয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাবতে হবে। তারা পরীক্ষা দিতে চায়। ক্লাসরুমে যেতে চায়। পড়াশোনা চালিয়ে যেতে চায়। অনলাইন-অফলাইন যে কোনো মাধ্যমেই আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।

পরে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপাচার্যের সঙ্গে ডিন, বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।