ভাড়া বাসায় মিলল পুলিশ পরিদর্শকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ৩১ মে ২০২১

ফেনীতে শফিকুল আজম শফিক (৫৫) নামের এক ট্রাফিক পুলিশ পরিদর্শকের (টিআই) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ মে) সন্ধ্যায় ফেনী পৌরসভার ছাড়িপুর এলাকার পাগলা মিয়া সড়কের আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।

পুলিশের বিভিন্ন সূত্র জানায়, শফিকুল আজম শফিকের পরিবার ঢাকায় থাকেন। তিনি ফেনী শহরের ছাড়িপুর এলাকার পাগলা মিয়া সড়কের চৌধুরী পাড়ায় আশিক মঞ্জিলে ভাড়া থাকতেন। শুক্রবার (২৮ মে) দায়িত্বপালন শেষে বাসায় ফেরার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিলোনা।

আশিক মঞ্জিলের মালিক মনির আহাম্মদ বলেন, দুপুরে শফিকের বাসা থেকে দুর্গন্ধ বের হলে দরজায় গিয়ে দেখা যায় ভেতর থেকে আটকানো। পরে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙ্গে ভেতরে শফিকের মরদেহ দেখতে পান।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম বলেন, শফিকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখবো।
আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।