ফেনীর নতুন ডিসি আবু সেলিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৩১ মে ২০২১

ফেনী জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব আবু সেলিম মাহমুদ উল হাসান।

ফেনীর বর্তমান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

২৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মজীবন শুরু করেন আবু সেলিম।

সোমবার (৩১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে ফেনীসহ ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।