ভূরুঙ্গামারীতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বামীর নির্যাতনে সুমি খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ মে) উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের সাদেক আলীর মেয়ে সুমি খাতুনের সঙ্গে একই উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামের আব্দুল মান্নানের ছেলে তাহাদুজ্জামানের এক বছর আগে বিয়ে হয়।
মেয়ের বাবা সাদেক আলী বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মাঝে মধ্যেই নির্যাতন করা হতো। সোমবার জামাই ফোনে সুমি গুরুতর অসুস্থ বলে জানায়। খবর পেয়েই ছুটে এস দেখি জামাই বাড়ির লোকজন মেয়েকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
সাদেক আলী আরও বলেন, সময় ৮০ হাজার টাকা যৌতুক দিই। সে টাকা অর্ধেক পরিশোধ করেছি। বাকি টাকা দিতে দেরি হওয়ায় জামাই তাহাদুজ্জামান (২৫) সোমবার সুমিকে মারধর করেন। তার নির্যাতনেই সুমির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাদ্দাম হোসেন বলেন,ময়না তদন্তের জন্য মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।
মাসুদ রানা/এএইচ/এমএস