কেন্দুয়ায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ৩১ মে ২০২১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বালিজুড়া বাজারসহ তিনটি গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে। এতে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে গেছে। দেয়াল চাপা ও গাছের ডাল ভেঙে আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে বালিজুড়া বাজার, নোয়াদিয়া, ভরাপাড়া ও লস্করপুর গ্রামের ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যায়।

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, ঘরের নিচে চাপা পড়ে ভরাপাড়া গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী তাহেরা খাতুন, আব্দুল হকের ছেলে শাকিল, সাদেক মিয়ার ছেলে সুহান, একলাছ মিয়ার স্ত্রী মনোয়ারা এবং বালিজুড়া বাজারে আব্দুল আওয়ালের স-মিলের ঘরের চাপায় নোয়াদিয়া গ্রামের হাদিস মিয়া, সেলিম, রনি ও রিয়াদ আহত হয়। আহতদের মধ্যে তাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

netro1

খবর পেয়ে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন খন্দকার বলেন, ইউনিয়ন পরিষদ ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে। তালিকা হাতে পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।

এইচ এম কামাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।