নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০৪ পিএম, ৩১ মে ২০২১
ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়া ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (২৫) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল কোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বলাইশিমুল ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আবুল হাসনাতের কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলু রহমান জানান, সোমবার দুপুরে হাওরের সেচ ঘরে কাজ করতে যান সুমন। এ সময় আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুর্গাপুরে বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে সোমেশ্বরী নদীতে নৌকা দিয়ে বালু তুলছিলেন ইকবাল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এইচ এম কামাল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।