কুড়িগ্রামে দুই মাসে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০২ জুন ২০২১
ফাইল ছবি

উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ জুন) এ জেলায় ১১ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এই সংখ্যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, মোট ৩১ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির রিপোর্ট পজিটিভ আসে। এটি গত দুই মাসে জেলায় সর্বোচ্চ শনাক্ত। এর আগে সোমবার (৩১ মে) দুইজন ও তার আগেরদিন দুইজনের করোনা শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, এটা আমাদের জন্য অ্যালার্মিং। দেশের সীমান্তবর্তী অন্য জেলাগুলোতে যেভাবে কোভিড রোগী বাড়ছিল সে তুলনায় কুড়িগ্রামে শনাক্তের হার অনেকটা কমই ছিল। কিন্তু মঙ্গলবার যেভাবে ১১ জনের দেহে কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে তা আমাদের জন্য ভিন্ন বার্তা দিচ্ছে। মানুষ সচেতন না হলে এবং স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে।

তবে সংক্রমিতদের মধ্যে কারও শরীরে ভারতীয় ধরন রয়েছে কিনা- তা নিশ্চিত করতে পারেননি জেলার সর্বোচ্চ এই চিকিৎসা কর্মকর্তা।

স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, কুড়িগ্রামে মোট এক হাজার ২২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন এবং এক হাজার ৫৩ জন সুস্থ্য হয়েছেন। জেলায় মোট ৩৩ হাজার ৭৫৩ জনকে দুই ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।

মো. মাসুদ রানা/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।