সিরাজগঞ্জে জাল টাকাসহ আটক ৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে দুই হাজার জাল টাকাসহ চারজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ও ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বুধবার (২জুন) দুপুর ১২টায় র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।
আটকরা হলেন, সলঙ্গা থানার রশিদপুর গ্রামের আছের উদ্দিনের ছেলে মো. মোহাব্বত হোসেন শামীশ (৩৮), জামালপুর জেলার খাসচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৩৮), উল্লাপাড়ার অলিপুর দরবেশপাড়ার বরাত আলী প্রমানিকের ছেলে মো. সুলতান প্রমাণিক (৪০) ও সুজাত প্রমাণিকের ছেলে মো. আলী আকবর (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানাধীন হবনাতী দরবেশপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাল টাকাসহ চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা লেনদেন করে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জেআইএম